গ্রাম-গঞ্জে সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবং ব্যাংকিং খাতে সকল ধরণের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে লক্ষ্মীপুরের চাঁদখালী বাজারে উদ্বোধন হয়েছে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংক কেন্দ্র।
মঙ্গলবার সকালে সদর উপজেলা লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী বাজারে ব্যংকিং সেবার কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি ও ইসলামী ব্যাংক নোয়াখালী জোনাল হেড মাহমুদুর রহমান।
লক্ষ্মীপুর শাখা ব্যবস্থাপক মোঃ নুর উল্যাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন মশু, বাজার মার্চেন্ট কমিটির সভাপতি মাষ্টার নুরুল ইসলাম, এ রব বহুমুখী উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক হুমায়ন কবির, লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শফিক উল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর শাখা কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দীক। এসময় অন্যান্যরে মধ্যে উপস্থিত ছিলেন, এজেন্ট শাখা সত্বাধিকারী আবু শরীফ, শাখা ইনচার্জ মোঃ ইলিয়াছ প্রমূখ।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন লক্ষ্মীপুর ফালাহিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা যোবায়ের হোছাইন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য গ্রাহক উপস্থিত ছিলেন