চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে সাইকেল ও সেনেটারী ন্যাপকিন বিতরন করেছে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। (১৬ নভেম্বর) সোমবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধব্যপুর (উ:) ইউনিয়নের কাঁকৈতলা জনতা কলেজ হল রুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।
বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সহকারি শিক্ষা অফিসার সুনীল দেউড়ি, কাঁকৈতলা জনতা কলেজের অধ্যক্ষ মনিরুল হক পাটোয়ারি।
স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামাল। এ সময় উপস্থিত ছিলেন মালীগাঁও হাই স্কুলের প্রধান শিক্ষক শাখায়াত হোসেন, পালিশারা হাইস্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা প্যানেল চেয়ারম্যান ফিরোজ আহমেদ হিরা ও মোজাম্মেল হক কাজল। এখানে জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়, পালিশারা হাই স্কুলের ছাত্রীদের মাঝে ৩০ টি সাইকেল ও মালীগাঁও হাইস্কুলের ছাত্রীসহ তিন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের মাঝে সেনিটারি ন্যাপকিন বিতরন করেন।