ঢাকা প্রদিবেদকঃ
মোবাইল ফোন চুরি করে ফেইসবুক আইডি দখলে নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে মোহাম্মদ ইয়াসিন নামে একজনকে গ্রেপ্তার করেছে সিআইডি।
নারীদের প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য ভিকটিমের মোবাইলে ধারণ করে রাখতো ইয়াসিন। পরে সেই মোবাইল নিয়ে সটকে পড়তো। চুরি করা সেই ফোন বিক্রির আগে ভিকটিমের ভিডিও কন্টেন্ট এবং ফেইসবুক আইডির দখল নিয়ে রাখতো সে।
আর এভাবেই দিনের পর দিন ওই তরুণীদের ব্লাকমেইল করতেন। একাধিক অভিযোগের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটর থেকে ইয়াসিনকে গ্রেপ্তার করে সিআইডির সাইবার ক্রাইম ইউনিট।
এসময় তার কাছে থেকে দুটি মোবাইল সেট ও দশটি সিম কার্ড উদ্ধার হয়।