ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খালে বাঁধ দেয়ার প্রতিবাদ করায় সংস্কৃতিকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার উপজেলার হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তোফাজ্জল নামে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত ৭ই নভেম্বর হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামে কয়েকজন একটি সরকারি খালে বাঁধ তৈরি করে পানি নিষ্কাসনে বাধা দেয়। ফলে খালে জলাবদ্ধতার কারণে এলাকার মানুষের চলাচলে সমস্যা হয়। এ নিয়ে মনাব্বিরের সঙ্গে স্থানীয় কয়েকজনের বাকবিতণ্ডা হয়। সোমবার বিকেলে ওসমানসহ তার ১০ থেকে ১৫ জন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে মনাব্বিরের ওপর হামলা করে। এ সময় আহত হয় তিনজন।
গুরুতর আহত মনাব্বিরকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে মৃত্যু হয়। নিহত মনাব্বির সৃজন সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা এবং একুশে সৃজন ও দশ দিগন্ত নামে একটি সাপ্তাহিক লিটল ম্যাগাজিনের সম্পাদক ছিলেন।