স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুর পৌর শহরের কালিবাজার সড়কে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে। এসময় শাহেদ এন্ড ব্রাদার্সে অভিযান চালিয়ে লেভেলবিহীন পণ্য বিক্রয়, নিজ পণ্যে অন্য প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহারের অভিযোগে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সাথে নিরাপদ খাদ্য আইনে লাইসেন্সবিহীন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন ক্যামিকেল বিক্রয়ের দায়ে প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়। মঙ্গলবার দুপুুুুরে উত্তর তেমুহনীর কালীবাজার সড়কে এ অভিযান চালানো হয়।
জেলা মার্কেটিং অফিস ও জেলা ঔষধ তত্ত্বাবধায়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মোঃ শফিকুর রেদোয়ান আরমান শাকিল। এসময় উপস্থিত ছিলেন জেলা মার্কেটিং কর্মকর্তা মোঃ মনির হোসেন, জেলা ঔষধ তত্বাবধায়ক মোঃ ফজলুল হক।
আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট।