মোহাম্মদ গোলাম রাব্বি: কাতারে দুর্ঘটনায় কচুয়ার যুবক মোঃ খাজা আহাম্মদ (২৭) এর মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, তার গ্রামের বাড়ী চাঁদপুর জেলার কচুয়া উপজেলার নাওপুরা গ্রাম। তিনি নাওপুরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। চার ভাই এর খাজা আহম্মেদ ছিলেন ২য় । নিহত খাজা আহম্মেদ এর ১ বছর বয়সী এক শিশু সন্তান আছে।
গত সেমাবার (১২ অক্টোবর )দুপুরে কাতারের রাজধানী দোহা শহরে কর্মস্থলে নির্মাণাধীন ভবনের কাজ করতে গিয়ে মোঃ খাজা আহাম্মদ (২৭) নামের প্রবাসী শ্রমিক ফ্লাইবোর্ড ভেঙ্গে নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান।
জাকের পার্টির রুপনগর থানা শ্রমিক ফ্রন্ট এর সহ সভাপতি ছিলেন মোঃ খাজা আহাম্মদ।
খাজার মৃতদেহ কাতার পুলিশের তত্বাবধানে হাসপাতালে রাখা হয়েছে।